How to teach any skills to kid. কিভাবে শিশুকে শিখাবেন।


শিশু কে কোন নতুন আচরণ শিখানোর জন্য ধীরে ধীরে এবং ধারাবাহিকতা বজায় রেখে বার বার অনুশীলন করতে হবে। যদি আপনি মনে করেন আমরা বড়রা যেভাবে একটা আচরণ শিখে ফেলি শিশুও ঠিক ঐভাবে শিখবে তাহলে এটা আমাদের অতিরঞ্জিত কল্পনা। অনেক সময় কিছু কিছু আচরণ শিশু দ্রুত শিখে ফেলে আর ঐ কারণে আমাদের মধ্যে এমন ধারণা তৈরি হতে পারে যে সব আচরণ দ্রুত শিখবে নয়তো আমার শিশুর হয়ত কোন আসুবিধা আছে। আসলে এটি সম্পূর্ণ ভুল ধারণা।

সব শিশু যেমন এক রকম নয়, তেমনি সব শিশুর সব আচরণ শেখার ধরন ও সময় কাল ও একরকম নয়। আমাদের কে অবশই শিশুকে পর্যবেক্ষণ করে দেখতে হবে যে কোন শিশু কোন আচরণে কেমন ভাবে সময় নিচ্ছে আর তাকে শিখাতে কোন ধরন ব্যবহার করতে হবে।
শিশুর বয়স ও পরিবেশও নির্দিষ্ট কোন আচরণ শিখতে প্রভাব রেখে থাকে। তবে যে আচরণ শিশুকে  বার বার অনুশীলন করানো হবে এবং সে বার বার আচরণটি সঙ্ঘটিত হতে দেখবে সেটি খুব দ্রুত রপ্ত করবে।


See the links below
https://www.youtube.com/watch?v=Ctg0xaktbjU

Comments