How to create motivation to unpleasant task (অপছন্দের কাজে শিশুকে কিভাবে...

খন কোন শিশু আপনার নির্দেশ মেনে আপনার মত করে কোন কাজ করতে চায় না। তখন আপনাকে আগে পর্যবেক্ষণ করে দেখতে হবে যে শিশুর প্রিয় কাজগুলো কি কি। সে কি করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। এবারে তার সাথে বন্ধুভাবাপন্ন আচরণ ও পরিবেশ তৈরি করে নিতে হবে। এর পর আপনার নির্দেশিত কাজটিকে শিশুর পছন্দের কাজের সাথে জুড়ে দিতে হবে। একবার আপনার নির্দেশ মেনে একটা বা আংশিক বা কিছুটা পালন করলেই তাকে উপহার স্বরূপ তার পছন্দের কাজটি করতে দিন।

এভাবে কয়েকবার করার পরে ধীরে ধীরে দেখুন কোন রকম বকাঝকা ছাড়াই , আনন্দ নিয়ে শিশু আপনার নির্দেশ পালন করবে। তবে একেক শিশুর পছন্দ একেক রকম হতে পারে। আর একই কাজ এখন মান্য করলেই যে সবসময় সেটি করতে সে পছন্দ করবে তাও কিন্তু নয়।

যেমন- শিশুর প্রিয় কাজ যদি ছবি আঁকা হয়, আর অপছন্দের যদি হয় কাপড় গুছিয়ে রাখা। আর আপনি চান যে শিশু নিজের কাপড় নিজে গুছিয়ে রাখবে। তাহলে একটি কাপড় গুছানোর সাথে সাথে একটি ছবি আঁকতে দিন। এভাবে দিনের পর দিন নিজের কাপড় গুছানোর ক্ষেত্রে তার আগ্রহ তৈরি হবে কারণ প্রতিবার আপনি তাকে উপহার দিচ্ছেন। ধীরে ধীরে যখন শিশু আপনার নির্দেশিত কাজটি করতে আগ্রহ বোধ করবে তখন আস্তে আস্তে উপহার এর মাত্রা কমানো এবং সব শেষে কোন উপহার ছাড়াই সে ঐ কাজটি করা শিখে ফেলবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে ধারাবাহিকতা বজায় রেখেই এটি করতে হবে।

See the links below
https://www.youtube.com/watch?v=6vjKtCd03Cw

Comments